ভারতের বড় কোম্পানির CEO করলেন মোদী সরকারের প্রশংসা, আর্থিক অবস্থা নিয়ে দিলেন বড় বয়ান anandabazar patrika
Get link
Facebook
X
Pinterest
Email
Other Apps
নয়া দিল্লীঃ আর্থিক অবস্থা মন্দার (Economic Slowdown) সঙ্কেতের মধ্যে টাটা স্টিল (Tata Steel) এর প্রধান কার্যকারী আধিকারিক anandabazar patrika এবং প্রবন্ধ নির্দেশক টি ভি নরেন্দ্রন (TV Narendran) বড় বয়ান দিলেন। উনি বলেন, আর্থিক অবস্থার উন্নতির জন্য সরকার দ্বারা নেওয়া কিছু পদক্ষেপের প্রভাব দেখা যাচ্ছে। উনি বলেন, অটো সেক্টরে (Auto Sector) কিছুটা মন্দা আছে, কিন্তু অন্যান্য ক্ষেত্রের অবস্থা স্বাভাবিক।
TV Narendran উল্লেখনীয়, অটো সেক্টরে বিগত কয়েকমাস ধরেই মন্দা দেখা দিয়েছে। গাড়ি বিক্রি বিগত কয়েক মাসে অনেক কমেছে। কিন্তু অক্টোবর মাসে একটু ভালো চিত্র দেখা গেছে অটো সেক্টরে। টাটা স্টিলের তরফ থেকে আয়োজিত অনুষ্ঠানে টি ভি নরেন্দ্রনকে আর্থিক অবস্থা নিয়ে প্রশ্ন করা হলে উনি বলেন, দেশের আর্থিক অবস্থা স্বাভাবিক আছে। সরকার পদক্ষেপ নিয়েছে। যদিও উনি বলেন, অটো সেক্টরে সামান্য খারাপ অবস্থা চলছে। কিন্তু অন্যত্র সব ঠিক আছে। প্রসঙ্গত, অর্থ মন্ত্রী নির্মলা সীতারমন মন্দা শেষ করতে অনেক কয়েকটি বড় ঘোষণা করেছেন। কর্পোরেট করে অনেক ছাড় দেওয়া হয়েছে। বড় ব্যাংক গঠনের জন্য কয়েকটি ব্যাঙ্কের বিলয় এবং এনবিএফসি খাতে স্বস্তি দেওয়ার জন্য পদক্ষেও নিয়েছে। এছাড়াও রিয়েল এস্টেটে আটকে থাকা প্রকল্প গুলো সম্পূর্ণ করার জন্য ২৫ হাজার কোটি টাকার ঘোষণা করেছেন। এর আগে টি ভি নরেন্দ্রন বলেন, আমরা প্রতি বছর এই অনুষ্ঠানের আয়োজন করে থাকি। এই বছর ১৮০ টির বেশি আদিবাসি সম্প্রদায়ের প্রতিনিধিরা এই অনুষ্ঠানে অংশ নিয়েছেন। উনি বলেন, টাটা স্টিলের এই মঞ্চ আদিবাসি সম্প্রদায়কে তাঁদের বক্তব্য রাখার অধিকার দেয়। নরেন্দ্রন আশা করে বলেন যে, এই সন্মেলন আদিবাসিদের সমস্যা গুলোর সমাধান করার সাহায্য করবে।
ভীম আর্মি প্রধান চন্দ্রশেখর আজাদকে (Chandrashekhar Azad) হায়দরাবাদে গ্রেফতার করে নেওয়া হয়েছে। অনুমতি ছাড়াই CAA এবং এনআরসির বিরুদ্ধে বিক্ষোভে অংশ নেওয়ার জন্য রবিবার তেলেঙ্গানা পুলিশ চন্দ্রশেখরের বিরুদ্ধে পদক্ষেপ নিয়েছে। Sangbad Pratidin হায়দ্রাবাদ পুলিশ জানিয়েছে, চন্দ্রশেখর আজাদ এর নেতৃত্বে বিনা অনুমতিতেই লঙ্গড় হাউস থানার সীমানায় বিরোধ প্রদর্শন চলছিল। যার জন্য হায়দ্রাবাদ পুলিশ পদক্ষেপ নিয়ে চন্দ্রশেখর আজাদকে পুলিশি হেফাজতে নেয়। তাৎপর্যপূর্ণ বিষয় হচ্ছে, ভীম আর্মি প্রধান আদালত থেকে শর্তসাপেক্ষে মুক্তি পেয়ে বাইরে আছেন। এর আগে বুধবার চন্দ্রশেখরও দিল্লির শাহীনবাগে চলমান আন্দোলনে পৌঁছেছিলেন। তিনি সেখানে বিক্ষোভকারীদের উদ্যেশে উস্কানি মূলক ভাষণ দেন। তিনি জামিয়া মিলিয়া ইসলামিয়ায়ও গিয়েছিলেন, যেখানে CAA নিয়ে ব্যাপক উপদ্রব হয়েছিল এবং সরকারি সম্পত্তিতে আগুন লাগানো হয়েছিল। ২০ ডিসেম্বর নয়াদিল্লিতে জামে মসজিদের নিকটে CAA এর বিরুদ্ধে আজাদ উস্কানি মূলক মন্তব্য করেছিলেন। জামা মসজিদের সামনে আজাদ যে ভাষণ দিয়েছিলেন তার জন্য উনার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। দাঙ্গা উস্কে দেওয়ার, সরক...
দেশজুড়ে NRC বা CAA নিয়ে যে বিরোধ চলছে তার পেছনে মূল একটা এজেন্ট প্রকাশ পেয়েছে। সাম্প্রদায়িক উস্কানি দিয়ে দাঙ্গা ফ্যাসাদ করিয়ে উত্তরপূর্ব ভারতকে ভারত দেশ থেকে আলাদা করার একটা বড়ো ষড়যন্ত্র প্রকাশ পেয়েছে। ABP Ananada NRC,CAA এর বিরুদ্ধে বিরোধের সময় প্রদর্শণকারীদের হাতে জাতীয় পতাকা, মুখে জাতীয় সঙ্গীত দেখা গেছে ঠিকই। তবে শাহীন বাগ প্রদর্শনের মাস্টার মাইন্ড সারজিল ইমাম নিজের ভাষণেই সমস্থ ষড়যন্ত্র উগরে ফেলেছে। সারজিল ইমাম তার ভাষণে এই বিরোধিতার মূল উদেশ্য ও পরবর্তী টার্গেট ইত্যাদি সম্পর্কে বিস্তারিত তথ্য প্রকাশ করেছে। JNU থেকে এতদিন শুধুমাত্র ‘ভারত তেরে টুকরে হঙ্গে’ শ্লোগান শোনা যেত। তবে JNU এর ছাত্র সারজিল ইমাম ভারতকে ভাঙার পুরো পরিকল্পনা করে ফেলেছে তা সে নিজের মুখেই প্রকাশ করেছে। সারজিল ইমাম ভিড়ের সামনে বলেছে ‘আমরা উত্তর-পূর্ব কে ভারত থেকে সম্পূর্ণ আলাদা করে দিতে পারি। সম্পূর্ণভাবে না পারলেও আমরা কিছুদিনের জন্য আলাদা তো করতেই পারি। আসাম কে আলাদা করা আমাদের দায়িত্ব।’ এখন তিন রাজ্যের পুলিশ সারজিল ইমামকে গ্রেফতার করার তাগিদে মাঠে নেমে পড়েছে। এমনকি উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদি...
Comments
Post a Comment